নিয়োগ বিজ্ঞপ্তি

সময়: শনিবার, জানুয়ারি ১০, ২০২৬ ১১:৪৩:৫৩ অপরাহ্ণ

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (নন এমপিও মাদ্রাসা) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) ও সর্বশেষ পরিপত্র অনুযায়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৩ নং দেওরগাছ ইউনিয়নের অধ্যুষিত মুসলিম এলাকায় প্রতিষ্ঠিত “জাবাল -এ- নূর গাউছিয়া তাহেরিয়া দাখিল মাদ্রাসা,কালিচুং” সর্বশেষ সরকারি নিয়োগ বিধি মোতাবেক কয়েকটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রতিষ্ঠানের সভাপতি বরাবর সরাসরি, অথবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

নিয়োগযোগ্য-শূন্য পদের তালিকা
১,সুপার-১ জন,
২,সহকারী সুপার-১ জন,
৩,ইবতেদায়ী প্রধান-১ জন,
৪,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-১জন,
৫,নিরাপত্তাকর্মী-১জন,
৬,পরিচ্ছন্নতাকর্মী-১জন,
৭,নৈশ্যপ্রহরী-১ জন,
৮,আয়া-১ জন
বি:দ্র: কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল করতে পারবেন।
যোগাযোগঃ সভাপতি “জাবান-এ-নূর গাউছিয়া তাহেরিয়া দাখিল মাদ্রাসা, কালিচুং”।
ডাকঃ মুছিকান্দি, উপজেলাঃচুনারুঘাট, হবিগঞ্জ

Share
নিউজটি ১৪ বার পড়া হয়েছে ।