নেট সম্পদ ও ইপিএস উভয়েই বৃদ্ধি পেয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে

সময়: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ৭:৪০:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৭ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৯ পয়সা।

সমাপ্ত প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৫ পয়সা।

Share
নিউজটি ৭৫ বার পড়া হয়েছে ।
Tagged