সূচক কমলেও বেড়েছে লেনদেন

পতন থেকে উত্থানে ফেরালো মিউচ্যুয়াল ফান্ড

সময়: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৫:১৯:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারকে আজ ১৫ মার্চ পতন থেকে উত্থানে ফেরালো মিউচ্যুয়াল ফান্ড। এদিন শেয়ারবাজারে তালিকাভুক্ত সব খাতের বেশিরভাগ শেয়ারের দর কমলেও উল্টো চিত্র ছিল মিউচ্যুয়াল ফান্ডের। ৩৬ ফান্ডের মধ্যে আজ মাত্র দুইটির দর কমেছে। এর ফলে দরপতন না হয়ে সূচকের সামান্য উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৫৪ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৫.৪৭ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৯৪ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৬.৬৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৫১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪৫৮.৯৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৬৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৭৯ কোটি ১২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯৮৬ কোটি ৫১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫১টির বা ৩৯.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৯৯টির বা ৫২.৫১ শতাংশের এবং ২৯টি বা ৭.৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪১.৫১ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮১৬.১২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। আজ সিএসইতে ২৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২০৪ বার পড়া হয়েছে ।
Tagged