সূচক কমলেও বেড়েছে লেনদেন

পতন দিয়ে সপ্তাহ শুরু

সময়: রবিবার, আগস্ট ২৯, ২০২১ ৯:৩৭:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের প্রথম কার্যদিবসেই সূচকের পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭.৭১ পয়েন্ট কমে ৬ হাজার ৮২৩.৬০ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ৯.৯৫ পয়েন্ট কমে ২ হাজার ৪৪৩.৪৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ২.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৪.২৫ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩১টি, কমেছে ২১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আজ ডিএসইতে মোট ৫৩ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৩২৫টি শেয়ার ৩ লাখ ২ হাজার ৪৪ বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৩২৭ টাকা।

আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৪ হাজার ৭৭৯ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৩৩৫ টাকা ১৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৪৪.২৯ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির দর বেড়েছে, কমেছে ১৮৬টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৫৭ বার পড়া হয়েছে ।
Tagged