সূচক কমলেও বেড়েছে লেনদেন

পতন দিয়ে সপ্তাহ শেষ

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১ ৪:০৮:৫৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সূচকের পতন দিয়ে শেষ হলো শেয়ারবাজারে। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন। আজ লেনদেনের পুরোটা সময় সূচকের অস্বাভাবিক ওঠানামা দেখে গেছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে কিছুটা দ্বিধাদন্দেু ছিল। যে কারণে দিনশেষে বাজার পরিস্থিতি নেতিবাচকই রয়ে যায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭.৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ৮৫১.৩২ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ৬.২৬ পয়েন্ট কমে ২ হাজার ৪৫৩.৪৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ৬.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭.২০ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৬টি, কমেছে ২৫১টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

আজ ডিএসইতে মোট ৭১ কোটি ৯ লাখ ৩৯ হাজার ৫৫৪টি শেয়ার ৩ লাখ ৭৫ হাজার ৪২২ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ২২৭ কোটি ৬৪ লাখ ৩ হাজার ২৬৯ টাকা ৫০ পয়সা। যা আগের দিনের তুলনায় ৩৪৩ কোটি ১২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা ৪০ পয়সা বা ১৩.৩৪ শতাংশ কম।

আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৭ হাজার ৫০৯ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৭৭৪ টাকা ৮৫ পয়সা। যা গত দিনের তুলনায় এক হাজার ৬৮০ কোটি ৩ লাখ ৩২ হাজার ৪৯৭ টাকা ৬০ পয়সা বা ০.৩০ শতাংশ কম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৩.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩.৯৩ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দর বেড়েছে, কমেছে ২১৭টির আর ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩০৪ বার পড়া হয়েছে ।
Tagged