সূচক কমলেও বেড়েছে লেনদেন

পতন দিয়ে সপ্তাহ শেষ

সময়: বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০২২ ৪:১২:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ ১৪ জুলাই সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। যা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। আজ লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার। যা দেড় মাস বা ৩৩ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে। এর আগে চলতি বছরের ২৬ মে আজকের চেয়ে কম অর্থাৎ ৫৩৯ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৩০ পয়েন্ট বা ০.০০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৪.৫০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৬ পয়েন্ট বা ০.০২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ০.৮৮ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৭.৩৫ পয়েন্টে এবং দুই হাজার ২৭৩.৮৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির বা ৩৩.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৯৮টির বা ৫১.৮৩ শতাংশের এবং ৫৫টির বা ১৪.৪০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯.৭৩ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৫.৪০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। আজ সিএসইতে ১৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share
নিউজটি ১৯৯ বার পড়া হয়েছে ।
Tagged