পদ্মা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ১:১৪:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেক: ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৮ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৩৯৫ টাকা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৯ কোটি ২২ লাখ ৫৪ হাজার ৯৮৫ টাকা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির আয় হয়েছে ১৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ৮৫২ টাকা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ১৩ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

 

Share
নিউজটি ২৫৫ বার পড়া হয়েছে ।
Tagged