পরিবেশগত মান রক্ষায় বড় বিনিয়োগে এপেক্স ট্যানারি

সময়: বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬ ৭:১৮:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এপেক্স ট্যানারি লিমিটেড আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালী করতে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থায় বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করা এবং বিদেশি ক্রেতাদের নির্ধারিত শর্ত পূরণের লক্ষ্যে কোম্পানিটি নিজস্ব কারখানায় ‘এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট’ (ইটিপি) স্থাপন করবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরদিন বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টি বিনিয়োগকারীদের অবহিত করে এপেক্স ট্যানারি।

ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানিটি তাদের কারখানা প্রাঙ্গণেই ইটিপি স্থাপন করবে। পাশাপাশি একটি ক্রোম রিকভারি প্ল্যান্ট এবং একটি সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ১২ হাজার থেকে ১৫ হাজার বর্গফুট জায়গা নির্ধারণ করা হয়েছে।

এই আধুনিক বর্জ্য শোধনাগার প্রকল্পে আনুমানিক ১২ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। ট্যানারির ‘ওয়েট ব্লু’ ধাপ থেকে শুরু করে ‘ফিনিশড লেদার’ উৎপাদন পর্যন্ত সব পর্যায়ের বর্জ্য শোধনের সক্ষমতা থাকবে এই প্ল্যান্টে।

এপেক্স ট্যানারি জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্রেতাদের আরোপিত কঠোর পরিবেশগত মানদণ্ড পূরণ করা এবং দেশের বিদ্যমান পরিবেশ আইন ও বিধিমালার যথাযথ অনুসরণ নিশ্চিত করা।

বর্তমান বৈশ্বিক বাজারে চামড়া রপ্তানির ক্ষেত্রে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার গুরুত্ব দিন দিন বাড়ছে। নিজস্ব ইটিপি স্থাপনের মাধ্যমে কোম্পানিটি তাদের দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে চায়। এই বিনিয়োগ আন্তর্জাতিক বাজারে এপেক্স ট্যানারির প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং পরিবেশ সুরক্ষায় তাদের দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন ঘটাবে।

Share
নিউজটি ৭ বার পড়া হয়েছে ।
Tagged