পাঁচ কোম্পানিকে ডিএসইর তদন্ত নোটিশ

সময়: মঙ্গলবার, জুন ২২, ২০২১ ১১:১৬:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্ত নোটিশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানিকে। এগুলো হলো- বাংলাদেশ মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, তমিজউদ্দিন টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং ও প্রাইম টেক্সটাইল লিমিটেড। বেশ কিছু দিন ধরেই ধারাবাহিকভাবে এসব কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারের বাড়ার কারণ জানতে চেয়ে ওই প কোম্পানিকে ডিএসইর পক্ষ থেকে তদন্ত নোটিশ পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে কোম্পানিগুলো জানিয়েছে যে, দর বাড়ার কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিকভাবে বাড়ছে উল্লেখিত ৫ কোম্পানির শেয়ার দর । দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিগুলোকে গত ২১ জুন নোটিশ দেয় ডিএসই। নোটিশের জবাবে কোম্পানিগুলো জানায়, দর বাড়ার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। কারণ ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।

বাংলাদেশ মনোস্পুল পেপার: কোম্পানিটির শেয়ার দর গত ১৩ জুন ছিল ৫৫ টাকা। ২২ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০৬ টাকা ৯০ পয়সায়। সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫১ টাকা ৯০ পয়সা বা ৯৪ শতাংশ।

পেপার প্রসেসিংয়: কোম্পানিটির শেয়ার দর গত ১৩ জুন ছিল ১৭ টাকা ৬০ পয়সা। ২২ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৩ টাকা ৯০ পয়সায়। ফলে এই সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬ টাকা ৩০ পয়সা বা ৯৩ শতাংশ।

তমিজউদ্দিন টেক্সটাইল: কোম্পানিটির শেয়ার দর গত ১৩ জুন ছিল ১৩ টাকা ২০ পয়সা। ২২ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৫ টাকা ৪০ পয়সায়। ফলে এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২ টাকা ২০ পয়সা বা ৯২ শতাংশ।

ম্যাকসন্স স্পিনিং: কোম্পানিটির শেয়ার দর গত ১৪ জুন ছিল ১৬ টাকা ৪০ পয়সা। ২২ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২১ টাকা ১০ পয়সায়। ছয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ২৯ শতাংশ বেড়েছে।

প্রাইম টেক্সটাইল: কোম্পানিটির শেয়ার দর গত ১৪ জুন ছিল ১৮ টাকা ৬০ পয়সা। ২২ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২ টাকা ২০ পয়সায়। সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ১৯ শতাংশ বেড়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৭৮ বার পড়া হয়েছে ।
Tagged