পাঁচ কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ

সময়: মঙ্গলবার, জুন ৪, ২০২৪ ১২:১৭:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ও স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই (ডেসকো), ইস্টার্ন লুব্রিকেন্ট, যমুনা অয়েল এবং কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।

কোম্পানিগুলো বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

জানা যায়, আলোচ্য সময়ে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১০ শতাংশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই ১০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্ট ৭০ শতাংশ, যমুনা অয়েল ১৩০ শতাংশ, কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

এছাড়া ইস্টার্ন লুব্রিকেন্টের ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

Share
নিউজটি ২৫ বার পড়া হয়েছে ।
Tagged