পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে গুজব ভুয়া: বিনিয়োগকারীদের সতর্ক করল অর্থ মন্ত্রণালয়

সময়: সোমবার, অক্টোবর ১৩, ২০২৫ ৯:৪০:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে কঠোরভাবে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ইসলামী ব্যাংকগুলোর একীভূত হওয়ার মিথ্যা তথ্য প্রচার করছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

অর্থ মন্ত্রণালয় পরিষ্কারভাবে জানিয়েছে, সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যা বিনিয়োগকারীদের স্বার্থের ক্ষতি করতে পারে। বরং ব্যাংক খাতের যেকোনো সংস্কার বা কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক একীভূতকরণের সম্ভাব্য যেকোনো প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সব দিক গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো এসব ভুয়া তথ্যের প্রভাবে কেউ যেন বিভ্রান্ত না হন।

অর্থ মন্ত্রণালয় জনগণ ও বিনিয়োগকারীদের উদ্দেশে আহ্বান জানিয়েছে—অফিসিয়াল সূত্র ছাড়া কোনো খবর বিশ্বাস না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে। পাশাপাশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলা হয়েছে, সরকারের সব সিদ্ধান্তেই তাদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

 

Share
নিউজটি ১০৪ বার পড়া হয়েছে ।
Tagged