নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত ছিল সময়োপযোগী ও অপরিহার্য। তার মতে, এই উদ্যোগ ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, শক্তিশালী ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট-এ তিনি এ মন্তব্য করেন। গভর্নর বলেন, “ব্যাংকিং খাতকে টেকসই ও আধুনিক করতে হলে সর্বাগ্রে দরকার স্বচ্ছতা। আমানতকারী, বিনিয়োগকারী এবং ব্যাংক কর্মকর্তাদের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এই কারণেই আর্থিকভাবে দুর্বল পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কার্যকর কোনো পথ খোলা ছিল না।”
তিনি আরও জানান, সুশাসন নিশ্চিত করা গেলে এই প্রক্রিয়া দেশের সামগ্রিক অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
এর আগে গত ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক আর্থিক অবস্থার অবনতির কারণে পাঁচটি ইসলামী ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলো হলো—
-
এক্সিম ব্যাংক
-
সোশ্যাল ইসলামী ব্যাংক
-
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
-
ইউনিয়ন ব্যাংক
-
গ্লোবাল ইসলামী ব্যাংক
পরবর্তীতে, ৯ নভেম্বর গভর্নর আহসান মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন বৈঠকে এই পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। এসময় ব্যাংকটির প্রাথমিক লাইসেন্সও প্রদান করা হয়। নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে।


