নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) ৭৭ জন ঋণখেলাপিকে হাইকোর্টে তলব করেছে হাইকোর্ট।
সোমবার (৭ মার্চ) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের (কোম্পানি কোর্ট) হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ঋণ নিয়ে তা ফেরত দেওয়ার শর্তে আদালত থেকে সময় নেওয়ার পরও নির্ধারিত সময়ে ঋণের অর্থ ফেরত না দিয়ে শর্ত ভঙ্গ করায় তাদের তলব করেছে আদালত। পিপলস লিজিং থেকে এই ৭৭ জন ঋণখেলাপিকে আগামী ১১, ১২ এবং ১৯ এপ্রিল সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে পিপলস লিজিংয়ের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পিপলস লিজিংয়ে আমানতকারীদের জমা আছে ২ হাজার ৩৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি পর্যায়ের আমানত রয়েছে সাড়ে ৭শ’ কোটি টাকা। প্রতিষ্ঠানটির বিতরণকৃত ঋণের বড় অংশই নানা অনিয়মের মাধ্যমে বের হয়ে যাওয়া।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান


