editorial

পুঁজিবাজার কবে স্বাভাবিক হবে

সময়: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৯ ৬:৪৭:০২ অপরাহ্ণ


পুঁজিবাজার নিয়ে আবারও উদ্বিগ্ন ও হতাশার মধ্যে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে (১৯ সেপ্টেম্বর) গ্রামীণফোনের শেয়ারে প্রায় ৯ শতাংশ দর বৃদ্ধিও বাজারের পতন ঠেকাতে পারেনি। সার্বিক বাজার পরিস্থিতির জন্য অনেক বড় একটি সঙ্কেত! ফলে স্বাভাবিকভাবেই সাধারণ বিনিয়োগকারীরা আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। একটা কথা প্রায়ই বলা হয় যে, পুঁজিবাজারে উত্থান-পতন (সূচকের ওঠা-নামা ও শেয়ার দর বাড়া-কমা) স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু এর কোনো একটি প্রবণতা যখন টানা দিনের পর দিন কিংবা মাসের পর মাস চলতে থাকে, তখন আর সেটাকে স্বাভাবিক প্রক্রিয়া বলার কোনো সুযোগ নেই। ফলে দেশের পুঁজিবাজার এখন কোনো দিকে যাচ্ছে, নতুন করে কোনো ধস নামবে কি না, কবে বাজার আবার স্বাভাবিক হবেÑ এসব ভাবনাই এখন তাদের মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। যার কোনো আশু যাদুকরী সমাধান তারা দেখতে পাচ্ছেন না।

এদিকে পুঁজিবাজারের যখন এ অবস্থা, তখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ‘বিএসইসি’সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো যেমনÑ ডিএসই, সিএসই, সিডিবিএল, আইসিবি ও বাংলাদেশ ব্যাংক Ñএদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে আত্ম-জিজ্ঞাসার সময় এসেছে। এ সংস্থাগুলো কি নিজ নিজ অবস্থান থেকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না? যদি সংস্থাগুলো ঠিকঠাক মতো নিজেদের দায়িত্ব পালন না করে থাকে Ñসেক্ষেত্রে তাদের সমস্যাটা কোথায়? আর যদি যথাযথ দায়িত্ব পালন করে থাকে, তাহলে কাক্সিক্ষত সুফল কেন পাওয়া যাচ্ছে না Ñএ দুটো প্রশ্নের জবাব খুঁজে বের করাটা জরুরি।

Share
নিউজটি ২৭০ বার পড়া হয়েছে ।