editorial

লটারীর পূর্বে নতুন আইপিও সাবস্ক্রিপশন নেতিবাচক প্রভাব পড়বে বাজারে

সময়: সোমবার, ডিসেম্বর ২০, ২০২১ ২:৪২:৩৫ পূর্বাহ্ণ


চলতি মাসেই প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সাবস্ক্রিপশন হচ্ছে ৩ কোম্পানির। এগুলো হলো- ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ইতিমধ্যে গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদন, যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এরপর ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিডি থাই ফুডের আইপিও আবেদন, যা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ইউনিয়ন ব্যাংকের আইপিও আবেদন চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এই অল্প সময়ে পর পর তিনটি কোম্পানির আইপিও আবেদনের নেতিবাচক প্রভাব পড়বে শেয়ারবাজারে এবং বিনিয়োগকারীরাও আইপিও শেয়ার থেকে বঞ্চিত হবে। কারণ, করোনা পরবর্তী পরিস্থিতিতে এমনিতেই বিনিয়োগকারীরদের নিকট অর্থ সঙ্কট রয়েছে। বর্তমানে বাজার পরিস্থিতিও স্বাভাবিক নয়। এমন পরিস্থিতিতে পর পর তিনটি আইপিওর আবেদনে মোট অংকের টাকা চলে যাবে। অর্থাৎ প্রতিটি কোম্পানির আইপিওর বিপরীতে ১০ হাজার টাকা হিসেবে ৩টি আইপিওতে মোট ৩০ হাজার টাকা জমা দিতে হবে। তার মানে বিশাল অংকের টাকা আইপিওতে জমা থাকবে নির্দিষ্ট সময়ের জন্য। এ সময়ে টাকার অভাবে অনেকেই মূল মার্কেটে শেয়ার লেনদেন করতে পারবেন না। আবার টাকার অভাবে অনেকেই একটির বেশি আইপিওতে অংশ গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ, অনেকেই বঞ্চিত হবে আইপিওর শেয়ার থেকে। বাজার উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থে বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার আন্তরিকতার সঙ্গে ভেবে দেখে আইপিওর সাবস্ক্রিপশনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। একটি কোম্পানির আইপিওর লটারি অনুষ্ঠিত হওয়ার আগে আরেকটি কোম্পানির আইপিও আবেদন শুরু না করাটাই উত্তম। একটি কোম্পানির লটারিতে শেয়ার পাওয়ার পর অ্যাকাউন্টে অবশিষ্ট টাকা জমা হয়। এরপর ওই টাকায় আবারও বিনিয়োগকারীরা পরবর্তী আইপিওতে আবেদন করতে পারবেন। এতে বিনিয়োগকারীরাও তাদের ন্যায্য অধিকার পাবে এবং বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই, এ বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগকারীদের স্বার্থে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে প্রত্যাশা করি।

Share
নিউজটি ৫৮১ বার পড়া হয়েছে ।
Tagged