নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৮ পয়সা। অর্থাৎ, বছরওয়ারি ভিত্তিতে ইপিএস কমেছে ১ পয়সা।
একই সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) কমে দাঁড়িয়েছে ৫৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ১২ পয়সা। অর্থাৎ, কোম্পানির পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহের ওপর চাপ দেখা দিয়েছে।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬০ পয়সা, যা প্রতিষ্ঠানটির সম্পদভিত্তিক স্থিতিশীল অবস্থান নির্দেশ করে।


