নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১২ টাকা ৭৩ পয়সা। অর্থাৎ, প্রতিষ্ঠানটি এক বছরের ব্যবধানে লোকসান থেকে মুনাফায় ফিরে এসেছে।
একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৮৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাইনাস ৬৫ টাকা ৪১ পয়সা। ফলে কোম্পানিটির নগদ প্রবাহ পরিস্থিতিও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯২ টাকা ৭৯ পয়সা।


