প্রথম প্রান্তিকে মুনাফা হারিয়ে লোকসানে পড়েছে ডমিনেজ স্টিল

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫ ৬:৪০:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) শেষে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনার পর তা অনুমোদন করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) নেমে গেছে লোকসানে। কোম্পানিটি এই সময়ে শেয়ারপ্রতি ২ পয়সা লোকসান করেছে, যেখানে গত বছরের একই সময়ে ছিল ৯ পয়সা শেয়ারপ্রতি আয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৪ পয়সা, যা কোম্পানির সম্পদভিত্তিক স্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও মুনাফাযোগ্যতায় চাপের ইঙ্গিত দেয়।

Share
নিউজটি ৫৭ বার পড়া হয়েছে ।
Tagged