নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫২ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা। অর্থাৎ, বছরওয়ারি ভিত্তিতে কোম্পানির ইপিএস উল্লেখযোগ্যভাবে কমেছে।
এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ২৭ পয়সা—অর্থাৎ নগদ প্রবাহের ঘাটতি কিছুটা কমেছে।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১১ টাকা ৩ পয়সা।


