প্রথম প্রান্তিকে লোকসানে সমতা লেদার

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ১:১৬:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার লিমিটেড ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির প্রকাশিত তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটি লোকসানের মধ্যে পড়েছে।

প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে ৯ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (EPS) ছিল ২ পয়সা। অর্থাৎ, আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির আর্থিক পারফরম্যান্স আরও দুর্বল হয়েছে।

২০২৫ সালের ৩১ মার্চ তারিখে সমতা লেদারের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৮ পয়সা।

 

Share
নিউজটি ১১৪ বার পড়া হয়েছে ।
Tagged