প্রথম প্রান্তিকে সোনালী পেপারের আয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫ ৬:৩৭:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও বোর্ড উৎপাদন খাতের প্রতিষ্ঠান সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) শেষে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা অনুমোদন করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৮২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৬ পয়সা। অর্থাৎ, বছরওয়ারি ভিত্তিতে ইপিএস বেড়েছে ১ টাকা ৬ পয়সা, যা প্রায় ৬০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৩ টাকা ৪৪ পয়সা, যা প্রতিষ্ঠানটির শক্তিশালী আর্থিক ভিত্তি ও স্থিতিশীল প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

Share
নিউজটি ৫১ বার পড়া হয়েছে ।
Tagged