বিএসইসির কর্মকর্তাদের ম্যাচিউরিটি নেই

প্রশ্নবিদ্ধ কর্মকান্ডে তাদের হাতে পুঁজিবাজার নিরাপদ নয়

সময়: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ১১:৫৮:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মাশরুর রিয়াজ। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নিয়োগের চিঠি ইস্যুর দিনেই পাল্টা অভিযোগ আর বিতর্ক জড়িয়ে ড. মাশরুর রিয়াজকে মানতে সাফ না করে দিয়েছেন বিএসইসির কর্মকর্তারা।

অত:পর তাদের চিঠির প্রেক্ষিতে চেয়ারম্যান নিয়োগের ইস্যুটি স্থগিতও করা হয়। তারপর দু’দিন যেতে না যেতেই নিজেদের মত পাল্টায় বিএসইসির কর্মকর্তারা। ড. মাশরুর রিয়াজকে মানতে তাদের কোন আপত্তি নেই এবং আগের চিঠি না বুঝেই তারা দিয়েছে বলে জানিয়েছেন। নাটক এখানেই শেষ নয়!

নিজের চেয়ারম্যান হওয়াতে শুরুতে অত্যন্ত খুশি ও প্রাণবন্ত দেখালেও বিএসইসির কর্মকর্তাদের আচরণ তাকে হতাশ ও অপমান করেছে। সেই অপমান সয়ে চেয়ারম্যান হিসেবে নিজেকে বিএসইসির আসনে বসাতে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি। অর্থাৎ বিএসইসির চেয়ারম্যান হিসেবে থাকছেন না ড. মাশরুর রিয়াজ।

এদিকে বিএসইসির কর্মকর্তাদের এ ধরণের ম্যাচিউরিটি ছাড়া কর্মকান্ড গোটা পুঁজিবাজারকে হতাশ করেছে। সরকার পরিবর্তনের পর উড়তে থাকা পুঁজিবাজারকে এই একই ইস্যুতে আবারও টেনে নামানো হচ্ছে। যাদের হাতে গোটা পুঁজিবাজারের নিয়ন্ত্রণ তাদের এমন প্রশ্নবিদ্ধ কর্মকান্ডের সঠিক তদন্ত হওয়া উচিত।

প্রথমত তাদের হাতে শেয়ারবাজার নিরাপদ নয়। দীর্ঘ ১৬ বছরে বিএসইসির এসব কর্মকর্তাদের আয়-সম্পদ তদন্ত করা উচিত। নতুন চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ নিয়োগ পেলে তারা আর দুর্নীতি করতে পারবে না সেজন্য এমন চিঠি ইস্যু করা হয়েছে কিনা সেটির তদন্ত করা উচিত। তা না হলে তারা কার ইন্ধনে কেন এসব শিশুসুলভ আচরণ করেছে তার জিজ্ঞাসাবাদ করে শাস্তির আওতায় আনা উচিত।

এছাড়া শেয়ারবাজার এভাবে চলতে পারে না। বাপ-মা ছাড়া এতিম অবস্থায় সন্তানের যা হয় তেমনই অবস্থা চলছে নিয়ন্ত্রণহীন শেয়ারবাজারে। অনেক আশা-ভরসা নিয়ে বর্তমান সরকারের ওপর আস্থা রেখে বিনিয়োগকারীরা বাজারে ফিরেছেন। এবার যদি আস্থায় ফাটল ধরে তাহলে আর কোনদিন এ বাজারে ভালো বিনিয়োগকারীরা আসবে না।

তাই বিএসইসির টপ লেবেল এক্সিকিউটিভ থেকে শুরু করে নিম্নস্তরের এক্সিকিউটিভ প্রত্যেক কর্মকর্তাদের বিষয়ে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া জরুরি। আর বিএসইসির চেয়ারম্যান নিয়োগে সরকারকে একটু সতর্ক হওয়া জরুরি। তাড়াহুড়া না করে একজন অরাজনৈতিক যোগ্য ও দক্ষ লোক পুঁজিবাজারের ত্রাণকর্তা হোক সেটাই লাখো বিনিয়োগকারীর কামনা।

Share
নিউজটি ২৯৮ বার পড়া হয়েছে ।
Tagged