প্রায় গুজবের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন বিনিয়োগকারীরা

সময়: শনিবার, জুলাই ৩০, ২০২২ ৭:০২:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমরা প্রায় দেখি গুজবের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন বিনিয়োগকারীরা। এটি বিনিয়োগবান্ধব কোন সিদ্ধান্ত না। আমাদেরকে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক তথ্য বিচার-বিশ্লেষন করতে হবে।

শনিবার (৩০ জুলাই) ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’-এ স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ। সভাপতির বক্তব্য রাখবেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানে শামসুদ্দিন আহমেদ বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী বিনিয়োগ শিক্ষার শুরু করেছিলেন। এরপরে সব বিভাগে বিনিয়োগ শিক্ষা নিয়ে সেমিনার আয়োজন করতে পারলেও করোনার কারনে ময়মনসিংহে করতে পারেনি। যা আজকে করতে পেরেছি। এই শিক্ষা কার্যক্রমকে আগামিতে আরো এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করছি।

তিনি বলেন, দেশে বিপুল বিনিয়োগের সম্ভাবনা আছে। এটাকে কিভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আমরা উদগ্রীব হয়ে আছি। এজন্য আগামিতে বিভাগীয় শহরের বাহিরেও বিনিয়োগ শিক্ষা কার্যক্রম করার লক্ষে কাজ করছি।

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসি’র সাবেক কমিশনার আরিফ খান। বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ‘দ্য স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনভেস্টর’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, উপ-মহা পুলিশ পরিদর্শক(ময়মনসিংহ) দেবদাস ভট্টাচার্য, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এবং ময়মনসিংহের পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান।

Share
নিউজটি ১৭৪ বার পড়া হয়েছে ।
Tagged