নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তৃতীয় প্রান্তিকের (Q3) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ সময়কালে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ৪ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৪ পয়সা মুনাফা। অর্থাৎ ব্যাংকটি এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক — জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নয় মাসে, প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ৫ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি ২ টাকা ৩ পয়সা ইপিএস (লাভ) করেছিল। এ থেকে স্পষ্ট যে ব্যাংকটির লাভজনকতা নাটকীয়ভাবে কমে গিয়ে লোকসানে পরিণত হয়েছে।
একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (NOCFPS) আরও নেতিবাচক হয়েছে, যা দাঁড়িয়েছে মাইনাস ২২ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময় এটি ছিল মাইনাস ৪ টাকা ৬৬ পয়সা। এটি ব্যাংকের তারল্য সংকট ও নগদ প্রবাহ ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১৬ টাকা ১৫ পয়সা, যা ব্যাংকের সামগ্রিক আর্থিক অবস্থার অবনতি নির্দেশ করে।


