ফরচুন সুজের কারখানার আগুন নিয়ন্ত্রণে

সময়: রবিবার, আগস্ট ২১, ২০২২ ৩:১৫:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজের একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রনে এসেছে।

জানা গেছে শনিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশালে বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজের একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ প্রসঙ্গে ফরচুন সুজের কোম্পানি সেক্রেটারি রিয়াজ উদ্দিন ভূঁইয়া অর্থসূচককে বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। কারাখানার একটি কক্ষ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুন কেন লেগেছে বা কিভাবে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।

ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, আগামী কালকের মাঝে তা নিয়ে বিস্তারিত বলতে পারবো। এখনি কিছু বলা যাচ্ছে না। তবে কারখানাটির বীমা করা থাকায় চিন্তার কোন কারণ নেই।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে।

প্রসঙ্গত, ক্রীড়াঙ্গনের জুতা উৎপাদনে ফরচুন সুজ লিমিটেডের আন্তর্জাতিক সুখ্যাতি রয়েছে।

 

 

Share
নিউজটি ২৪২ বার পড়া হয়েছে ।
Tagged