নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্পের কোম্পানি ফরচুন সুজ ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ডিএসই সূত্রে জানা গেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১ পয়সা, যা আগের বছর ছিল ৫০ পয়সা।
অন্যদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে মাইনাস ৪২ পয়সা; আগের অর্থবছরে যা ছিল ৩৬ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।


