ফার্স্ট ফাইন্যান্সের এজিএম স্থগিত

সময়: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৯ ৬:৪৭:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: স্থগিত করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ‘জেড’ ক্যাটাগরির ফার্স্ট ফাইন্যান্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকাস্থ ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির ২৬তম এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের সম্মতি না পাওয়ায় স্থগিত করা হয়েছে এ সভা। কোর্টের সম্মতি পাওয়ার পর সভার তারিখ সময় ও স্থান জানানো হবে।
প্রসঙ্গত কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
এদিকে আজ এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৪ টাকা। গত এক বছরে শেয়ারদর ৩ টাকা ৬০ পয়সা থেকে ৮ টাকা ২০ পয়সায় ওঠানামা করে। ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ১১৬ কোটি ২২ লাখ টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৪৮.৭৫।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৪৯ বার পড়া হয়েছে ।
Tagged