বঙ্গজের বিস্কুট রপ্তানি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

সময়: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৯ ৬:৪২:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক
দেশিয় বাজারে বিস্কুট বিক্রির পাশাপাশি এবার বিদেশেও বিস্কুট রপ্তানির উদ্যগে নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের বঙ্গজ লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটি দুবাইয়ের রয়্যাল গ্রীণ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস ট্রেডিং এলএলসি’র সঙ্গে বিস্কুট রপ্তানি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় উক্ত কোম্পানির মাধ্যমে দুবাইতে বিস্কুট রপ্তানির যাবতীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
জানা যায়, রয়্যাল গ্রীণ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস ট্রেডিং এলএলসি কোম্পানি বঙ্গজ বিস্কুট আমদানি, বিতরণ, সেলস এবং মার্কেটিংয়ে প্রমোট করবে। এ রপ্তানির মাধ্যমে টার্নওভার এবং মুনাফা বৃদ্ধি পাবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।

এদিকে আজ প্রতিটি শেয়ার সর্বশেষ ৩০৯ টাকায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ২১৭ টাকা থেকে ৩৭০ টাকায় ওঠানামা করে।

১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৭ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭২ লাখ ৬১ হাজার ৫৬৬টি। ৩১ জুলাই ২০১৯ সাল পর্যন্ত পরিচালকদের কাছে রয়েছে ৩১.৫৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.১৫ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬৩.২৭ শতাংশ শেয়ার।

দৈনিক শেয়ারব‍াজার প্রতিদিন/রী

Share
নিউজটি ২৫৮৪ বার পড়া হয়েছে ।
Tagged