বন্ধ হওয়া মিথুন নিটিংয়ের মালিকানা নিতে আবারও আগ্রহী চীনা কোম্পানি

সময়: সোমবার, আগস্ট ১১, ২০২৫ ১১:৩১:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিথুন নিটিংয়ের মালিকানা গ্রহণের জন্য আবারও আবেদন করেছে চীনের ডেস্টিনেশন এক্সপ্রেস ইন্টারন্যাশনাল (DEX-I) লিমিটেড। প্রায় ১০ মাস আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অধিগ্রহণের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের মালিকানা হস্তান্তরের অনুমোদন বাতিল করেছিল।

অধিগ্রহণ প্রক্রিয়া ও শর্তাবলি
২০২৪ সালের অক্টোবর মাসে বিএসইসি মিথুন নিটিংয়ের স্পন্সর শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করে। তখন রাজনৈতিক অস্থিরতাকে কারণ দেখিয়ে DEX-I সময় বৃদ্ধির আবেদন করলেও তা গৃহীত হয়নি। এবার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় কোম্পানিটি পুনরায় আবেদন করেছে।
বিএসইসির একজন কর্মকর্তা জানান, নতুন আবেদন গৃহীত হলেও প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে ঋণ সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত পূরণ হলে অধিগ্রহণ প্রক্রিয়া এগিয়ে যাবে।
শর্ত অনুযায়ী, মিথুন নিটিংয়ের প্রয়াত মালিক মো. মোজাম্মেল হকের আইনানুগ উত্তরাধিকারীদের (রাবেয়া খাতুন, মো. রফিকুল হক, মো. মাহবুব-উল-হক, মো. আতিকুল হক, মো. রবিউল হক, সৈয়দা হাসিনা হক, মাহবুবাহ হক, মাহমুদা হক, মাহফুজা হক এবং মনসুরা হক) হাতে থাকা শেয়ারগুলো DEX-I-এর কাছে হস্তান্তর করা হবে।

মিথুন নিটিংয়ের বর্তমান অবস্থা
১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিংয়ের চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে (সিইপিজেড) অবস্থিত কারখানাটি ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে। অ্যাকর্ড কর্তৃক নির্ধারিত নিরাপত্তা সংস্কার বাস্তবায়নে ব্যর্থতা এবং প্রায় ২০ কোটি টাকা বকেয়া থাকায় বেপজা ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কারখানার ইজারা বাতিল করে। ফলে বিদেশি ক্রেতারা কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করে এবং নতুন অর্ডার বন্ধ করে দেয়। পরে শ্রমিকদের বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটাতে বেপজা কারখানার সম্পদ নিলামে তোলে।

বর্তমানে কোম্পানিটির ১৭.২০ শতাংশ শেয়ার স্পন্সর-পরিচালকদের কাছে, ১৫.৪৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ০.১৬ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং ৬৭.১৫ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে।

Share
নিউজটি ২১৩ বার পড়া হয়েছে ।
Tagged