বস্ত্র খাতের ৫৩ কোম্পানির রিটার্ন কমেছে

সময়: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৯ ১০:৫৫:১৮ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৩টি কোম্পানির শেয়ারে রিটার্ন কমেছে। এর বিপরীতে ২টি কোম্পানির শেয়ারে সাপ্তাহিক রিটার্ন বেড়েছে। এর মধ্যে বেশি রিটার্ন কমেছে এমএল ডাইংয়ের শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন কমেছে ১৬ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ২৯ টাকা ১০ পয়সা দরে এবং সর্বনিম্ন ২২ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ১ লাখ ১৯ হাজার ৫৪৩টি শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ২৮ লাখ ৭০ হাজার টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন কমেছে ১৪ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ৪৬ টাকা ৫০ পয়সা দরে এবং সর্বনিম্ন ২৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ২১ লাখ ৭৭ হাজার শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন কমেছে ১১ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ১৪ টাকা দরে এবং সর্বনিম্ন ১২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ২ লাখ ৫৭ হাজার শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে সর্বোচ্চ রিটার্ন বেড়েছে ডেল্টা স্পিনার্সের শেয়ারে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন বেড়েছে ২ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ৫ টাকা ৪০ পয়সা দরে এবং সর্বনিম্ন ৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ১ লাখ ১৮ হাজার শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ৬ লাখ ১০ হাজার টাকা।
আর দ্বিতীয় অবস্থানে রয়েছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারে রিটার্ন বেড়েছে ১ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটির সর্বোচ্চ ৭১ টাকা ৭০ পয়সা দরে এবং সর্বনিম্ন ৪৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির ৪ লাখ ১৮ হাজার শেয়ার গড় লেনদেন হয়, যার বাজার মূল্য ২ কোটি ৮ লাখ টাকা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১১ বার পড়া হয়েছে ।
Tagged