বাংলাদেশের বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে পুরস্কার অর্জন করেছে আইডিএলসি ইনভেস্টমেন্টস

সময়: শনিবার, জুলাই ১৮, ২০২০ ৮:২৭:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : টানা ৩য় বারের মতো “ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২০: বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক” হিসেবে পুরস্কার অর্জন করেছে আইডিএলসি ইনভেস্টমেন্টস। আইডিএলসি ইনভেস্টমেন্টস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আইডিএলসি ইনভেস্টমেন্টেস এর যুগপোযোগী অফার, সুশাসন, প্রতিযোগীদের তুলনায় শক্তিশালী আর্থিক অবস্থান, বিভিন্ন ব্যাবসা সফল চুক্তি এবং বিনিয়োগ, স্থানীয় এবং আন্তর্জাতিক গ্রাহকদের জন্য বিভিন্ন সময় উপযোগী ও উদ্ভাবনী সমাধান এই পুরস্কার পাওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে।

এই কৃতিত্বের প্রশংসা করে আইডিএলসি ফাইন্যান্স এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন “আইডিএলসির মূল চালিকা শক্তি হলো পরিবর্তনশীল পরিস্থিতির সাথে কৌশলগত পরিবর্তন আনা এবং সমাজে টেকসই ও সুদূরপ্রসারী প্রভাব তৈরী করা। পর পর তৃতীয়বারের মতো এই পুরষ্কার অর্জন এটাই প্রমান করে যে আইডিএলসি ইনভেস্টমেন্টসই বাংলাদেশের সেরা মার্চেন্ট ব্যাংক।”

১৯৯২ সালে প্রতিষ্ঠিত, “ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স” বিশ্বব্যাপী ব্যাংকিং শিল্পে প্রথম সারির একটি পুরস্কার। আইডিএলসি ২০১৮ এবং ২০১৯ সালেও এই পুরস্কার অর্জন করে এবং এ বছরেরটি সহ এটি তাদের টানা তৃতীয় বারের মতো অর্জন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৯২ বার পড়া হয়েছে ।
Tagged