নিজস্ব প্রতিবেদক : একীভূতকরণ বা মার্জারের প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই পাঁচ ব্যাংকের কোনো শেয়ারহোল্ডারই নতুন একীভূত ব্যাংকে কোনো ধরনের অংশীদারিত্ব বা শেয়ার পাবেন না।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর এ ঘোষণা দেন। তিনি জানান, ব্যাংকগুলোর বিদ্যমান শেয়ারহোল্ডিংয়ের সঙ্গে সম্পর্কিত সম্পদের নিট মূল্য ইতোমধ্যেই ঋণাত্মক, তাই তাদের নতুন ব্যাংকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
গভর্নর বলেন, “আমাদের বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংকগুলোর প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা হলেও, তাদের নিট সম্পদমূল্য (এনএভি) এখন ঋণাত্মক ৩৫০ থেকে ৪২০ টাকার মধ্যে অবস্থান করছে। ফলে এসব ব্যাংকের শেয়ারহোল্ডারদের কোনো দায়বদ্ধতা বা সম্পদমূল্য অবশিষ্ট নেই।”
তিনি আরও যোগ করেন, “এই কারণেই বাংলাদেশ ব্যাংক শেয়ারহোল্ডারদের নতুন ব্যাংকে অংশীদার হিসেবে বিবেচনা করছে না। মার্জারের পর গঠিত নতুন ব্যাংকে তাদের কোনো শেয়ার বা অধিকার থাকবে না।”
বাংলাদেশ ব্যাংকের এই ঘোষণার পরপরই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের শেয়ারমূল্যে তীব্র পতন লক্ষ্য করা গেছে।
বাজারে সর্বশেষ দাম অনুযায়ী—
এক্সিম ব্যাংকের শেয়ারের দর নেমে এসেছে ৩ টাকায়,
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১ টাকা ৯০ পয়সায়,
সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের দর কমে ৩ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে,
ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১ টাকা ৫০ পয়সায়,
এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের দর কমে ১ টাকা ৭০ পয়সায় পৌঁছেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে বাজারে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা বলছেন, এই ঘোষণা শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থায় আরও বড় ধাক্কা দেবে।


