রানার অটো

বাজাজ থ্রি হুইলার উৎপাদনের লক্ষ্যে নতুন কারখানা স্থাপন

সময়: সোমবার, নভেম্বর ২৩, ২০২০ ৯:১৬:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশে বাজাজের থ্রি হুইলার উৎপাদন করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় নতুন করে কারখানা স্থাপন করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেড। তবে প্রথম পর্যায়ে এ কারখানায় থ্রি হুইলার সংযোজন ও কিছু যন্ত্রাংশ উৎপাদন হবে। পর্যায়ক্রমে কোম্পানিটি পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, থ্রি হুইলার উৎপাদনের বিষয়ে সম্প্রতি ভারতের বাজাজ অটো লিমিটেড ও রানার অটোমোবাইলস একটি চুক্তি সই করেছে।

এই চুক্তির অধীনে বাজাজ অটো লিমিটেড রানার অটোমোবাইলসকে আরই ফোরসি থ্রি হুইলার সংযোজন, উদপাদন এবং যন্ত্রাংশ ও উপাদানগুলোর স্থানীয়করনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে বলে রানারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, এর মাধ্যমে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক থ্রি হুইলার ব্র্যান্ডের কারখানা তৈরী ও উদপাদন হতে যাচ্ছে।

এক্ষেত্রে রানার অটোমোবাইলস প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। যার একটি অংশ আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা থেকে অর্থায়ন করা হবে। নতুন উদপাদন কারখানাটি ভালুকা, ময়মনসিংহে স্থাপিত হবে।

রানারের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, এটি বাংলাদেশে অটোমোবাইল উদপাদন সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে দক্ষতার বিকাশের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। থ্রি হুইলার উৎপাদন ও বিপণনে বাজাজ বিশ্ববাজারে নেতৃত্ব দিচ্ছে এবং আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আনন্দিত । রানার অটোমোবাইলস লিমিটেডের এই উদ্যোগটি সরকারের হালকা প্রকৌশল খাতকে অগ্রাধিকার হিসাবে গড়ে তোলার সাথে ও সামঞ্জস্যপূর্ণ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২৬ বার পড়া হয়েছে ।
Tagged