বাজারের উন্নয়নে বেড়েছে মার্জিন ঋণের অনুপাত

সময়: রবিবার, মে ২২, ২০২২ ৪:৩২:৩০ অপরাহ্ণ


শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় শেয়ার ক্রয়ের জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারহাউজের দেওয়া ঋণের (মার্জিন ঋণ) অনুপাত বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার (২২ মে) বিএসইসি এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

নতুন নির্দেশনা অনুসারে, মার্জিন ঋণের (Margin Loa) ঋণের অনুপাত (Loan Ratio) বাড়িয়ে ১:১ করা হয়েছে। অর্থাৎ গ্রাহকের নিজস্ব মূলধন ১০০ টাকা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাকে আরও ১০০ টাকা ঋণ দিতে পারবে। তবে ঋণ দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব এখতিয়ার।

আগামীকাল সোমবার থেকে মার্জিন ঋণের নতুন অনুপাত কার্যকর হবে।

তবে ঋণের অনুপাত বাড়লেও অন্যান্য শর্ত অপরিবর্তিত আছে। শর্ত অনুসারে, একটি কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (Price-Earnings Ratio) সর্বোচ্চ ৪০ পর্যন্ত মার্জিন ঋণ দেওয়া যাবে।

বর্তমান ঋণ-অনুপাত অনুসারে, একটি প্রতিষ্ঠানে গ্রাহকের ১০০ টাকা মূলধনের বিপরীতে সর্বোচ্চ ৮০ টাকা ঋণ দিতে পারে।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগকারীদের স্বার্থে মার্জিন ঋণের অনুপাত বাড়ানো হয়েছে বলে বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে।

শেয়ারবাজার২৪

Share
নিউজটি ২৪০ বার পড়া হয়েছে ।
Tagged