সূচক কমলেও বেড়েছে লেনদেন

বাজারে চরম হতাশা: পতন থামছে না

সময়: সোমবার, মে ২৬, ২০২৫ ৪:৫০:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা দরপতনের প্রভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স নেমে এসেছে প্রায় দশ বছরেরও বেশি আগের স্তরে। সোমবার (২৬ মে) দিনশেষে সূচকটি দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে, যা ২০১৫ সালের ২ মার্চের সূচক ৪ হাজার ৭১৯.৪০ পয়েন্টের প্রায় সমান।

এই নজিরবিহীন পতন বাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও দুর্বল করে দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বাজার স্থিতিশীল করতে বেশ কিছু উদ্যোগ নিলেও, সেগুলো বাস্তবমুখী না হওয়ায় কার্যকর হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা বাজারে চাপ তৈরি করেছে।

বিনিয়োগকারীরা বলছেন, সভা বা মতবিনিময়ের চেয়ে বেশি প্রয়োজন বাস্তবভিত্তিক ও দৃশ্যমান পদক্ষেপ। আগামী ২৯ মে বিএসইসি ও বিনিয়োগকারী সংগঠনগুলোর বৈঠকের আগে সূচকের এমন অবস্থা তাদেরকে আরও হতাশ করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, বাজারে এই ধরনের ধারাবাহিক পতন শুধু শেয়ারবাজারেই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। তারা মনে করছেন, এখনই স্বচ্ছতা, জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদি নীতির আলোকে কার্যকর সংস্কার জরুরি।

জার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে। এছাড়া,ডিএসইএস সূচক ০.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩.৩২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪১.৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টির দর বেড়েছে, ১৬৮টির দর কমেছে এবং ৭৭টির অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ২৮২ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৩৫ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৭ কোটি ১০ লাখ ৪৬ হাজার টাকা।

আজ সিএসইতে ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ৮৩টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২১৪.২৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৬.৮৫ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ২৩৯ বার পড়া হয়েছে ।
Tagged