সূচক কমলেও বেড়েছে লেনদেন

বাজারে স্বাভাবিক দর সংশোধন, সূচক ও লেনদেনে সামান্য পতন

সময়: সোমবার, জুন ৩০, ২০২৫ ৬:২৬:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা পাঁচ কার্যদিবস উত্থানের পর দেশের শেয়ারবাজারে আজ সোমবার (৩০ জুন) দেখা দিয়েছে স্বাভাবিক দর সংশোধন। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সূচকের মিশ্র আচরণের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে। দিনজুড়ে ওঠানামা শেষে প্রধান সূচকসহ অপর দুই সূচক সামান্য হ্রাস পেয়েছে। পাশাপাশি কমেছে টাকার অঙ্কে মোট লেনদেনও।

সূচকের চিত্র:
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৩৮.৩৯ পয়েন্টে।
ডিএসইর শরীয়াহ সূচক ডিএসইএস কমেছে ০.৭১ পয়েন্ট, দাঁড়িয়েছে ১,০৬০.৭৫ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক ০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৮১৫.৯৬ পয়েন্টে।

লেনদেনের চিত্র:
ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় প্রায় ২৯ কোটি ৮০ লাখ টাকা কম। আগের দিন অর্থাৎ রোববার লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকার।

আজ ডিএসইতে মোট ৪০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৩০টি প্রতিষ্ঠানের, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

সিএসইর চিত্র:
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও সূচক ও লেনদেনে পতন দেখা গেছে।
আজ সিএসইতে মোট ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩৫ কোটি ১৭ লাখ টাকার চেয়ে প্রায় ৯ কোটি টাকা কম।

সিএসইতে আজ ২২৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আজ ৩১.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৪৪৮.৮৩ পয়েন্টে। আগের দিন এই সূচকটি ৭২.০৫ পয়েন্ট বেড়ে ছিল।

বিশ্লেষণ:
বিশ্লেষকরা বলছেন, টানা কয়েক দিনের উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন বাজারের জন্য স্বাস্থ্যকর একটি ইঙ্গিত। এতে করে অতিমূল্যায়ন রোধ হয় এবং বিনিয়োগকারীরা আবার নতুন করে প্রবেশের সুযোগ পান। বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে ধীরগতির এই সংশোধন স্বাভাবিক ও প্রয়োজনীয়।

Share
নিউজটি ২৫৬ বার পড়া হয়েছে ।
Tagged