বাজার উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে আইসিবি’র নতুন সিদ্ধান্ত

সময়: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ১২:৪৭:১০ অপরাহ্ণ

পুঁজিবাজারে লোকসানী, উৎপাদনহীন ও কারসাজি করা বহু কোম্পানিতে বিনিয়োগ করে ইনভেষ্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পূর্বের পরিচালনা পর্ষদ বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। তবে সে সমালোচনা থেকে বের হতে আইসিবির বর্তমান পরিচালনা পর্ষদের নতুন সিদ্ধান্ত নি:সন্দেহে বাজার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সংস্থাটি অনুন্নয়ন খাতে বিনিয়োগ এড়াতে ইতিমধ্যেই তাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট রুলস সংশোধন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় এনেছে।

এজন্য আইসিবি দু’টি কমিটি গঠন করেছে। একটি কমিটির দায়িত্ব হবে আইসিবির বিনিয়োগ তদারকি করা এবং অন্য কমিটির দায়িত্ব হবে অডিট করা। এছাড়া, জেড ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগ না করার জন্যও নতুন করে পলিসি গ্রহণ করেছে বর্তমান আইসিবির পরিচালনা পর্ষদ। আপাতদৃষ্টিতে সিদ্ধান্তটি ভালো ও যুগোপযোগী হলেও কতোদিন সে সিদ্ধান্তে অটল থাকতে পারবে- সেটিই দেখার বিষয়।

এর আগে শেয়ারবাজারে আইসিবি’র বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে যেসকল কর্মকর্তা দেখভাল করেছে- তারা প্রতিষ্ঠানটির পোর্টফোলিও একেবারে ক্ষতির সম্মুখীন অবস্থায় নিয়ে এসেছিল। দিনের পর দিন লোকসানের ভারে আইসিবি’র অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে নিয়ে এসেছিল। এমনও অভিযোগ এসেছে, কারসাজি চক্রের খপ্পরে পড়ে কিংবা নিজেদের স্বার্থ হাসিল করতে অনেক কর্মকর্তা যোগসাজসও করেছিল। আর এসব বিষয়ে তদন্ত করেই বর্তমান আইসিবির পরিচালনা পর্ষদ পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটি ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে।

এতে করে ‘জেড’ ক্যাটাগরিসহ অন্যান্য দুর্বল প্রকৃতির বিনিয়োগ থেকে পুরোটাই দূরে থাকবে বর্তমান আইসিবি কর্তৃপক্ষ। ফলশ্রুতিতে বাজারে ভালো কোম্পানির চাহিদা বাড়বে। এতে বিনিয়োগকারীদের আস্থাও বৃদ্ধি পাবে। অন্যদিকে স্বল্প মূলধনী ও লোকসানী কোম্পানি নিয়ে কারসাজি চক্রের দৌরাত্যও অনেকাংশে কমে আসবে।
তবে আশার কথা হলো, লোকসানের দায়ভার থেকে পরিত্রান পেতে আইসিবির বর্তমান পরিচালনা পর্ষদ নতুন করে বিনিয়োগ শুরু করেছে।

সদ্য গঠিত আইসিবির দুই কমিটি তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে দেখভাল করছে। নিজেদের লোকসান কাটানোর পাশাপাশি বাজার উন্নয়ন ও স্থিতিশীলতায় আইসিবির বর্তমান পরিচালনা পর্ষদের নতুন সিদ্ধান্তকে বিনিয়োগকারীরা সাধুবাদ জানিয়েছে। তবে আগামীতে যেন আইসিবি পুনরায় সমালোচনা ও বিতর্কের মধ্যে না পড়ে- সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়াসহ সজাগ দৃষ্টি রাখতে হবে।

Share
নিউজটি ২৪৮ বার পড়া হয়েছে ।
Tagged