বাজার ঊর্ধ্বমুখী থাকলেও কমেছে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব

সময়: সোমবার, জুলাই ৭, ২০২৫ ১২:৩৮:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে চলমান ঊর্ধ্বমুখী ধারা সত্ত্বেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা আবারও কমতে শুরু করেছে। সর্বশেষ পাঁচ কার্যদিবসে এসব বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৫০৭টি।

ডিপোজিটরি সেন্ট্রাল কোম্পানি সিডিবিএলের হালনাগাদ তথ্যমতে, ২৬ জুন পর্যন্ত বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের নামে থাকা বিও হিসাব ছিল ৪৬ হাজার ৪১০টি। যা কমে ৩ জুলাই দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯০৩টিতে। অর্থাৎ উল্লিখিত সময়ে কমেছে ৫০৭টি বিও হিসাব।

উল্লেখ্য, গত বছর নভেম্বর থেকে চলতি বছরের ২০ মে পর্যন্ত দীর্ঘ সময় ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ধারাবাহিকভাবে কমতে থাকে। এ সময়ে মোট ৯ হাজার ১৭৬টি বিও হিসাব হ্রাস পায়। তবে এর পরবর্তী সময়, অর্থাৎ ২০ মে থেকে ২৬ জুন পর্যন্ত ধারা কিছুটা উল্টো পথে চলে—এই সময় বিও হিসাব বেড়ে ৭৪টি হয়েছিল। তবে সেই ঊর্ধ্বমুখী প্রবণতা টেকেনি বেশিদিন।

শুধু বিদেশি ও প্রবাসী নয়, গত সপ্তাহে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাবেও বড় আকারে পতন হয়েছে। ২৬ জুন পর্যন্ত যেখানে মোট বিও হিসাব ছিল ১৬ লাখ ৮৮ হাজার ৭০২টি, তা কমে ৩ জুলাই এসে দাঁড়ায় ১৬ লাখ ৮৩ হাজার ৯৯৭টিতে। এতে মোট বিও হিসাব কমেছে ৪ হাজার ৭০৫টি।

বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে সূচক ও লেনদেন বাড়লেও দীর্ঘমেয়াদি আস্থার সংকট, আর্থিক খাতের দুর্বলতা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ঘাটতির কারণে অনেক বিনিয়োগকারী এখনও বাজারমুখী হতে সাহস পাচ্ছেন না। এরই প্রতিফলন দেখা যাচ্ছে বিও হিসাবের সাম্প্রতিক কমতির এই পরিসংখ্যানে।

Share
নিউজটি ১২৯ বার পড়া হয়েছে ।
Tagged