সূচক কমলেও বেড়েছে লেনদেন

বাজার ঘুরে দাঁড়ানোর লক্ষণ নেই

সময়: মঙ্গলবার, মে ২১, ২০২৪ ৪:১৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন চলছে। ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই। এতে নিজেদের পুঁজি হারানোর আতঙ্কে রয়েছে বিনিয়োগকারীরা। তাই হাতে থাকা শেয়ার লোকসানে ছেড়েই দেয়ায় সেল প্রেসার বেড়েছে। এর ফলে ব্যাপক দরপতনের মধ্যেও টাকার অংকে লেনদেন বাড়ছে।

এদিকে, প্রতিদিনের মত আজও ২১ মে ব্যাপক দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সূচকের তীর নিচের দিকে নেমে যায়। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪১ শতাংশ বা ২২.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭১.১০০ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৪.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২৯.৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ২৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৭ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ১৩০ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৭৩৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ মে ডিএসইতে ১৪ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৭২৯ টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৭৬৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৬১ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩০ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৪৬.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৫৫৮.৩১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৫৭১ টাকা।

 

Share
নিউজটি ৩১২ বার পড়া হয়েছে ।
Tagged