নিজস্ব প্রতিবেদক ● ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন সোমবার (২ জুন) দেশের উভয় শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)—সূচক ও লেনদেন উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিএসইতে সূচকের টানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী ধারায় বাজারে আস্থার বার্তা মিলেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৮৯.৫২ পয়েন্টে, যা টানা তিন কার্যদিবসের ঊর্ধ্বমুখী প্রবণতার অংশ। আগের দুই দিন সূচক বেড়েছিল যথাক্রমে ৩০.৫৫ পয়েন্ট ও ২২.৬৮ পয়েন্ট, ফলে তিন দিনে মোট বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ৭৪.৩৪ পয়েন্ট।
এই প্রবণতা বাজারে বিনিয়োগকারীদের নতুন করে আশাবাদী করে তুলেছে। কারণ তার আগে টানা ছয় দিন ডিএসইর সূচক ১৮৬ পয়েন্ট কমেছিল, যা শেয়ারবাজারে হতাশা ছড়িয়ে দিয়েছিল।
অন্যদিকে, ডিএসইএস (শরীয়াহ সূচক) বেড়েছে ৫.৯৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৮.২১ পয়েন্ট।
আজকের লেনদেন হয়েছে ২৭৫ কোটি ৩০ লাখ টাকার, আগের দিনের তুলনায় যা ৪০ কোটি ১২ লাখ টাকা বেশি। ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ২০৯টির দর বেড়েছে, ১০১টির কমেছে এবং ৮৬টি অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩,১৪৭ পয়েন্টে। এদিন সিএসইতে ১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে সামান্য বেশি। মোট ১৬৮টি কোম্পানি লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ৭৮টির দর বেড়েছে, ৬২টির কমেছে এবং ২৮টি অপরিবর্তিত ছিল।


