বার্ষিক ৯ মাসে বিএটিবিসির শেয়ারপ্রতি আয় ১৩.৩৪ টাকা

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ৯:২১:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টোব্যাকো খাতের প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) ৩০ সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে বিএটিবিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৬৫ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এটি ছিল ৭ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ বছরে শেয়ারপ্রতি আয় কমেছে।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৩ টাকা ৩৪ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ২৪ টাকা ৪৯ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১০৫ টাকা ২২ পয়সা, যা কোম্পানির আর্থিক স্থিতিশীলতার নির্দেশ দিচ্ছে।

বাজার বিশ্লেষকরা মন্তব্য করছেন, তৃতীয় প্রান্তিকে আয় কমলেও কোম্পানির নিট সম্পদমূল্য শক্তিশালী থাকায় বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি সম্ভাবনায় আশাবাদী থাকতে পারেন।

Share
নিউজটি ১৬৭ বার পড়া হয়েছে ।