নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর পরিচালনা পর্ষদের সঙ্গে পৃথক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে এসব সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও মো. সাইফুদ্দিনসহ কমিশনের নির্বাহী পরিচালক, পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাগুলোতে শেয়ারবাজারের উন্নয়ন, নিয়ন্ত্রক তত্ত্বাবধান জোরদার এবং বাজার সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সঙ্গে সভা শুরু হয়। এ সভায় সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার এবং পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, মেজর (অব.) এমদাদুল ইসলাম ও ড. মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সঙ্গে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাফিজুল ইসলাম রাশেদ, সৈয়দ হাম্মাদুল করিম, মোহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, মো. হানিফ ভূইয়া ও মো. সাজেদুল ইসলাম অংশগ্রহণ করেন।
বিএসইসি সূত্রে আরও জানানো হয়, উভয় সভায় শেয়ারবাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণ, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং পুঁজিবাজার সম্প্রসারণে কার্যকর নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


