বিএসইসির কমিশনার পদে নতুন তিনজন নিয়োগ

সময়: বুধবার, মে ৮, ২০২৪ ৮:৪৩:১১ অপরাহ্ণ


শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে নতুন করে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন কমিশনার ৩জন হলেন- অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক (সচিব) মোহাম্মদ মোহসীন চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা- ৫(২) এর বিধান মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন কমিশনারদের আগামী ২০ মে ২০২৪ খ্রিস্টাব্দ হতে অথবা পরবর্তী যোগদানের তারিখ হতে ৪ বছর মেয়াদের জন্য এ পদে নিয়োগ প্রদান করা হলো।

এর আগে গত ২৮ এপ্রিল আরও চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শেয়ারবাজার২৪

Share
নিউজটি ২১ বার পড়া হয়েছে ।
Tagged