বিএসইসি’র নতুন যুগ্মপরিচালক মনির হোসেন হাওলাদার, রাজউক থেকে বদলি

সময়: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ১০:৫৫:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন যুগ্মপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। তিনি কমিশনের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বর্তমানে মনির হোসেন হাওলাদার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ পরিচালক (উপসচিব) পদে কর্মরত আছেন। তার এ বদলির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ১৮ জুনের মধ্যে যোগদানের নির্দেশ
গত ১ জুন (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনির হোসেন হাওলাদারকে ১৮ জুন ২০২৫-এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে তাকে ওইদিন বিকেল থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

জনস্বার্থে আদেশ, কার্যকর অবিলম্বে
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, “জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।” অর্থাৎ, আদেশপ্রাপ্ত দিনের পর থেকেই তিনি বিএসইসি-তে কর্মরত হিসেবে বিবেচিত হবেন।

উপসংহার
এই নিয়োগের মধ্য দিয়ে বিএসইসি’র প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনির হোসেন হাওলাদারের প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ারবাজারের নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

Share
নিউজটি ৪১৫ বার পড়া হয়েছে ।
Tagged