নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বিএসইসির এক উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ আগস্ট সাইফুর রহমানকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ থেকে আরঅ্যান্ডডি বিভাগের দায়িত্ব দেওয়া হয়। তবে সোমবার (০৯ সেপ্টেম্বর) সেই দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হলো।
মাশরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়ার দিন গত ১৩ আগস্ট বিএসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সভায় সভাপতির বক্তব্যে রিয়াজের বিষয়ে আপত্তি তুলে ধরেন সাইফুর রহমান।
ওই সভায় বলা হয়, মাসরুর রিয়াজ শেয়ারবাজারের লুটেরা এবং সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সালমান এফ রহমানের ঘনিষ্ঠ ও বিগত কমিশনের সঙ্গে সম্পর্ক রয়েছে। মাসরুর রিয়াজ সালমান এফ রহমানের সঙ্গে মিলে অনেক কাজ করেছেন। এছাড়া বিগত কমিশনের সঙ্গে রোড শোতে অংশগ্রহণ করেছেন। তবে বিএসইসির কর্মকর্তারা একজন নিরপেক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান চায়। তবে অবশ্যই মাসরুর রিয়াজ নয়। মাসরুর রিয়াজ কমিশনে যোগ দিলে তাকে স্বাগত জানাবে না কর্মচারীরা। তাই তার নিয়োগের প্রজ্ঞাপনকে বাতিল করার দাবি সভায় তোলা হয়। এসব বিষয়ে মন্ত্রণালয়ে তার স্বাক্ষরিত লিখিত বিবৃতিও দেওয়া হয়।
তবে নিয়ম বর্হিভূতভাবে মাসরুরকে নিয়ে এমনটি করা হয়েছে বলে ওই বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় একই সংগঠনের ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের ৬ জন। একইসঙ্গে মাসরুরকে নিয়ে দেওয়া বিবৃতির সঙ্গে তাদের কোন সর্ম্পৃক্ততা নেই এবং সংগঠনটির সভাপতি ও বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানের একক ইচ্ছাতে হয়েছে বলে প্রতিবাদ জানিয়েছে।
এরপরে সেই প্রতিবাদ লিপিও প্রত্যাহার করে নেয় ৬ জন। এছাড়া সাইফুর রহমানও মন্ত্রণালয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করে নেয়। তবে মাশরুর রিয়াজ এসবের মধ্য থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি বিএসইসিতে যোগদানে অপারগতা স্বীকার করেন।


