বিক্রেতা সংকটে হল্টেড ৪ মিউচ্যুয়াল ফান্ড

সময়: রবিবার, আগস্ট ১৮, ২০১৯ ১:৫৮:২২ অপরাহ্ণ


সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে ৪ মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলো হলো: ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়া ফান্ড ও এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আজ সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। ফান্ডটির ইউনিট দর ১০ শতাংশ বা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। ফান্ডটির ১৩ লাখ ৯ হাজার ৯০১টি ইউনিট ৩২৮ বার হাতবদল হয়। এগুলোর মোট মূল্য ছিল ১ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।
এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর ৯ দশমিক ৬৮ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি ইউনিট সর্বশেষ ২৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। ২ লাখ ৫৬ হাজার ৮৪৩টি ইউনিট ৪৯৫বার হাতবদল হয়। এগুলোর মোট মূল্য ছিল ৬৯ লাখ ৮৪ হাজার টাকা।
এসইএমএল আইবিবিএল শরীয়া ফান্ডের ইউনিট দর ৯ দশমিক ৩০ শতাংশ বা ৮০ পয়সা বেড়ে প্রতিটি ইউনিট সর্বশেষ ৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। ফান্ডটির ৪ লাখ ১৪ হাজার ৬০০টি ইউনিট ৮৭ বার হাতবদল হয়। এগুলোর মোট মূল্য ছিল ৩৮ লাখ ৯৭ হাজার টাকা।
এছাড়া এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর ৯ দশমিক ৯ শতাংশ বা ৭০ পয়সা দর বেড়ে প্রতিটি ইউনিট সর্বশেষ ৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। ১৩ লাখ ৭২ হাজার ৬৭৪টি ইউনিট ২৯৭ বার হাতবদল হয়। এগুলোর মোট মূল্য ছিল ১ কোটি ১৪ লাখ ৪৬ হাজার টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩২৯ বার পড়া হয়েছে ।
Tagged