বিক্রেতা সঙ্কটে হল্টেড এনার্জিপ্যাক পাওয়ার

সময়: মঙ্গলবার, জানুয়ারি ১৯, ২০২১ ১২:২৬:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের প্রথম দিন বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার। এ কোম্পানির শেয়ার হল্টেড হওয়ার পাশাপাশি মূল্য সার্কিট ব্রেকারে স্পর্শ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বেলা ১১টা ৩৩ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৩ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৮২৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

এই সময়ে কোম্পানির মাত্র ৪ বারে ৬০৫টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ২৮ হাজার টাকা।

প্রসঙ্গত, এনার্জিপ্যাক পাওয়ার আজ মঙ্গলবার পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। লেনদেনের শুরু থেকেই শেয়ারটির বিক্রেতা সংকট।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৭৬ বার পড়া হয়েছে ।
Tagged