বিচ হ্যাচারির প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯ ৮:৪৮:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি। ডিএসই সূত্রে এ তথা জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা। একই সময়ে আগের বছর লোকসান ছিল ৯ পয়সা। ৩০ সেপেটম্বর ২০১৯ শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৬ পয়সা। ৩০ জুন ২০১৯ শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০ টাকা ১৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০১৮ প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। একই সময়ে আগের বছর লোকসান ছিল ১০ পয়সা। ৩০ সেপেটম্বর ২০১৮ শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০১৭ শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০ টাকা ৭৭ পয়সা।
এর অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪১ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ১৪ লাখ ১ হাজার ২১টি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩১২ বার পড়া হয়েছে ।
Tagged