editorial

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি

বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?

সময়: বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪ ১২:৩০:৪৭ অপরাহ্ণ


বর্তমান সময়ে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির চিত্র যেভাবে জন সম্মুখে উন্মোচিত হচ্ছে, এর আগে কখনো তা দেখা যায়নি। বেনজীর আহমেদ, মতিউর রহমান টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়ার পর এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাষ্টমস বিভাগের সাবেক সহকারি কমিশনার মোখলেছুর রহমানের পরিবারসহ দুর্নীতি করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে বিভিন্ন গণ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু এতোসব প্রকাশিত ও অপ্রকাশিত দুর্নীতি করা স্বত্ত্বেও তাদের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। বেনজীর আহমেদ ইস্যু হঠাৎ করেই থেমে গেছে। ছাগলকান্ডে মতিউর রহমানের হাটে হাঁড়ি ভাঙ্গা হলেও সে পলাতক রয়েছে বলে খবর পাওয়া গেছে। শেয়ারবাজার ও দেশের বিভিন্ন সেক্টরে লুটপাট করে তারা আরাম আয়েশে বিদেশ বিভূঁইয়ে থাকলেও কোন দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এভাবে অনিয়ম ও দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা দিনের পর দিন পার পেয়ে যাচ্ছে। কিন্তু কিসের ভয়ে বা কোন আতঙ্কে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নিচ্ছে না তা বোধগম্য নয়। আর কার্যকরি ব্যবস্থা না নেওয়ার ফলে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই ম্যানেজড নামক শব্দের সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে নানা প্রশ্ন উঠে এসেছে। যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে পরবর্তীতে যেকোন সরকারি কর্মকর্তা অবৈধ পথে সম্পদ জমা করতে অনেকবার চিন্তা করতো। তাই এভাবেই কি চলবে নাকি বিড়ালের গলায় ঘন্টা বাঁধা হবে- সেটাই সামনে দেখার বিষয়।

Share
নিউজটি ২১ বার পড়া হয়েছে ।
Tagged