walton,

বিডিংয়ের অনুমোদন পেয়েছে ওয়ালটন

সময়: মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২০ ৫:৫৯:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন দেওয়া হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে। আজ অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৪তম সভায় কোম্পানিটিকে অনুমোদন দেয়া হয়েছে। প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ওয়ালটন হাইটেক পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করবে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুন:মূল্যায়ন সঞ্চিতিসহ শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৪৩.১৬ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া এনএভিপিএস ১৩৮.৫৩ টাকা এবং বিগত ৫ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৮.৪২ টাকা। কোম্পানির ইসু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৬৩ বার পড়া হয়েছে ।
Tagged